• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

 ‘হাবিপ্রবি ছাত্রলীগে যোগ্যরাই আসবে নেতৃত্বে’ 

প্রকাশিত: ১১ মার্চ ২০২৪  

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রলীগে যোগ্যরাই আসবে নেতৃত্বে। রোববার (১০ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শেখ রাসেল মাঠে ছাত্রলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন কেন্দ্রীয় নেতারা। আজ সোমবার (১১ মার্চ) কর্মীসভা উপলক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আলিম খান বলেন, ‘উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ মার্চ অনুষ্ঠিতব্য কর্মীসভা সফল করার অন্য আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ এখানে এসেছি। আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান আসবেন।’

তিনি প্রত্যাশা রেখে বলেন, ‘কর্মীসভাকে সফল করার জন্য ছাত্রলীগের নেতা-কর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। ছাত্রলীগ সবসময়ই শিক্ষার্থীবান্ধব কাজ করে থাকে। হাবিপ্রবি ছাত্রলীগও যেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সঙ্কট নিরসনে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করতে পারে, সেজন্য কর্মীসভার মাধ্যমে হাবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটি প্রণয়ন করা হবে।’

বিগত দিনে নানা জটিলতায় হাবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটি হয়নি এমন প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান বলেন, ‘বিগত দিনেও ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় নির্বাহী সংসদ হাবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটি দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু কিছু জটিলতার কারণে হয়ে ওঠেনি। হাবিপ্রবি ছাত্রলীগের সচেষ্ট ছাত্র রাজনীতিতে খুশী হয়ে বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক কমিটি প্রদানের জন্য আশ্বাস দিয়েছেন।’

এর ফলশ্রুতিতে তারা দুজনই কর্মীসভায় উপস্থিত থেকে বিভিন্ন পদপ্রত্যাশীদের সাথে কথা বলে দ্রুত সময়ের মাঝে যোগ্য নেতৃত্বের হাতে হাবিপ্রবি ছাত্রলীগের দায়িত্ব তুলে দেবেন বলে জানান নেতারা। সেক্ষেত্রে সিনিয়ররা যাদের ছাত্রত্ব আছে, তারা পদবঞ্চিত হলে তাদের কেন্দ্রীয় ছাত্রলীগে পদায়ন করা হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –